সুহানার ক্যাফে থেকে বের হওয়ার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : তারকারা যেখানে যাবেন সেখানেই মুহূর্তের মধ্যে ছুটে যান আলোকচিত্রীরা। বিমানবন্দরের বাইরে হোক কিংবা ক্যাফের বাইরে- তারকাদের বিভিন্ন মুহূর্তের ছবি তুলে রাখেন ছবি শিকারীরা।

সম্প্রতি একটি ক্যাফে থেকে বের হচ্ছিলেন শাহরুখ-কন্যা সুহানা খান। সঙ্গে ছিলেন তার মা গৌরী খানও। গাড়িতে ওঠার আগেই সুহানার হাত ধরে প্রায় ঝোলাঝুলি শুরু করে দুটি শিশু। সুহানা অবশ্য ফেরাননি দুই শিশুকে। গাড়িতে ওঠার আগে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দিলেন তাদের। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে চারিদিকে।

 

এমনিতে বিভিন্ন কারণের জন্য বার বার খবরের শিরোনামে উঠে আসে সুহানার নাম। এ মুহূর্তে একটি বিখ্যাত প্রসাধনী সংস্থার শুভেচ্ছা দূত তিনি। সেই সংস্থার বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। তার ত্বকের রং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।

 

তবে সুহানার এ পরোপকারী মনোভাব দেখে খুশি অনুরাগীরা। ভিডিও ছড়িয়ে পড়ার পরেই প্রশংসায় ভরে উঠেছে তার ভক্তদের সামাজিক যোগাযোগমাধ্যম।

তবে এ প্রথম সুহানাকে নিয়ে নয়, এমন চিত্র আগেও দেখেছে দর্শক। মালাইকা অরোরা খান, কাজল, শিল্পা শেঠিকে এইভাবে সাহায্য করতে দেখেছেন দর্শক।

শোনা যাচ্ছে, করণ জোহরের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে সুহানার। পরিচালক জোয়া আখতারের নতুন সিরিজ ‘দি আর্চিজ’-এর মাধ্যমেই প্রথমবার অভিনেত্রী সুহানাকে দেখবেন দর্শক। মুক্তির অপেক্ষায় যে সিরিজ। এবারে বড় পর্দায় কাজ করার পালা। শোনা যাচ্ছে, প্রেমের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় হাতেখড়ি হবে সুহানার।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের দেশে বিনিয়োগের হিসাব খোলা সহজ করল কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধপিএসজির প্রথম ম্যাচের দলে নেই এমবাপে