মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী
বলেছেন,জন্মের পরে পরিপূর্ণ সুস্থ সবল শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই।
শাল দুধই শিশুর প্রথম খাবার।এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন
সংক্রামক থেকে শিশুকে দ্রুত রক্ষা করে। শাল দুধ এমন একটি খাবার যা শিশুর প্রথম
টিকা হিসেবে কাজ করে।একজন সন্তান ভূমিষ্ট হওয়ার পর তাড়াতাড়ি শাল দুধ খাওয়ালে
মায়ের গর্ভফুল পড়তে সাহায্য করে ও মায়ের রক্তক্ষরণ কম হয়।ফলে মা রক্তস্বল্পতা
থেকে রক্ষা পায়। শিশুকে পূর্ণ ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ালে
মায়ের স্তন ক্যান্সার,জরায়ু ক্যান্সার,ডায়বেটিস,উচ্চ রক্তচাপ ও স্থুলতা হওয়ার
সম্ভাবনা কমে যায়।তবে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো গেলে একজন শিশুর
শারীরিক ও মানসিক বিকাশ সঠিক হয় এবং শিশুটি বুিদ্ধমান হয়। কিন্তু মায়ের দুধের
বিকল্প গুড়ো দুধের টিনগুলো সৎ মায়ের মতো। বুকের দুধের পরির্বতে গুড়ো দুধ
খাওয়ালে শিশুদের স্বাস্থ্যের মারাত¦ক ক্ষতি হয়,অপুষ্টিতে ভূগে ও বিভিন্ন জঠিল
রোগে আক্রান্ত হয়। দেশী-বিদেশী এক শ্রেণীর অসাধু কোম্পানী হাসপাতাল ও
ক্লিনিকগুলোতে শিশুদের জন্য মায়ের দুধের পরির্বতে গুড়ো দুধের প্রচার প্রচারণা
চালায়। তারা ডাক্তারদের সাথে মাসিক চুিক্ততে শিশুদের জন্য মায়ের বিকল্প হিসেবে
গুড়ো দুধে উদ্বুদ্ধ করে।তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতাল ও
কিনিক্লগুলোতে গুড়ো দুধের প্রচারণা বন্ধে ডাক্তারসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয়
উদ্যেগ নিতে হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ও
কনসালট্যান্টদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। মা ও শিশুকে সুস্থ রাখতে
হলে গুড়ো দুধ বর্জন করতে হবে। পাশাপাশি গুড়ো দুধের বিরুদ্ধে প্রত্যেককে সচেতন
হতে হবে। মায়ের দুধের বিকল্প হিসেবে কোন গুড়ো দুধের প্রচার- প্রচারণা চালাতে
পারবেনা। তাদেরকে হাসপাতাল ও ডাক্তারের চেম্বার বা ক্লিনিক থেকে বয়কট করতে
হবে। হাসপাতাল গুলোতে মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর সুবিধার্থে কোন
কোম্পানীর মাধ্যমে নয়,সরকারী উদ্যেগে ব্রেস্ট ফিডিং কর্ণার করা হবে। ৬ মে
২০১৯ ইং সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের
অডিটরিয়ামে আয়োজিত মাতৃদৃগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বািণজ্যিকভাবে প্রস্তুতকৃত
শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারে সরঞ্জামাদি, আইন, ২০১৩ ও ইহার বিধিমালা,২০১৭
বিষয়ক উদ্বুদ্ধকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা: গোলাম মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
মাল্টিমিডিয়ার মাধ্যমে মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য আইন,২০১৩ বিষয়ে তুলে ধরেন
বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) বিভাগীয় সমন্বয়কারী আবু সামা মো:
আল ইমরান।সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা:
উক্য উহন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল
হায়দার, মেডিকেল অফিসার ডা: মো: ওয়াজেদ চৌধুরী,কৃিষ সম্প্রসারন অধিদপ্তরের
অতিরিক্ত উপ-পরিচালক সুশান্ত সাহা ও জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবাদ সংস্থা এনএনবি‘র চট্টগ্রাম প্রধান
সাংবাদিক রনজিত কুমার শীল ও মেডিকেল টেকনোলজিষ্ট কাজল কান্তি পাল প্রমুখ।
উদ্বুদ্ধকরন সভায় সিভিল সার্জন অফিস, বিবিএফ, সংবাদকর্মী, শিক্ষা, স্বাস্থ্য ও
ধর্মীয় প্রতিষ্টানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।