সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: উপাচার্য

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক শিক্ষার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানসহ সকল কাজ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। আমরা নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

সোমবার নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ভোটার, প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশে ভাষণ দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি এসব কথা বলেন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ, চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের ও অপরের মত প্রকাশের স্বাধীনতার প্রতি বিশ্বস্ত থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট প্রদান ও নির্বাচিত হওয়ার অধিকার প্রয়োগ করে সমগ্র জাতির জন্য অতীতের ন্যায় একটি মহান আদর্শের উদাহরণ ঐতিহ্যবাহী ঢাবির শিক্ষার্থীরা নিঃসন্দেহে সৃষ্টি করবে- এ বিশ্বাস আমি রাখি। মনে রাখতে হবে- গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের স্বাভাবিক পরিণতি জয়-পরাজয়কে ধৈর্য ও শ্রদ্ধাশীল চিত্তে মেনে নেয়া এক উদার মানবিক মূল্যবোধ। ঢাবি শিক্ষার্থীদের কোনো ঘাটতি আছে বলে কেউ যাতে মনে করতে না পারে সে বিষয়ে সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’

ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য ড. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনোক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরিয়াল টিম সতর্ক থাকবে নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টরিয়াল টিমকে বিশেষ সহায়তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এতে শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

ভিন্ন মতাদর্শ একটি সমাজের সৌন্দর্য উল্লেখ করে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ভিন্ন মতাদর্শ টিকে থাকতে পারে একমাত্র উদারনৈতিক, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজে। এরূপ সমাজে উগ্রতা, কট্টরবাদিতা, পরাজিত হয়; আর মানবিক ও উদার মূল্যবোধের বিকাশ ঘটে। ঢাবির এ সুমহান ঐতিহ্য সমুন্নত থাকবে এই আমাদের আহ্বান।’

তিনি শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা যেন সবসময় অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন। একই সঙ্গে ডাকসু নির্বাচন যাতে বিশ্ববিদ্যালয়ের একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হয় সেজন্য সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সদিচ্ছা ও সদয় সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ
পরবর্তী নিবন্ধইসির কর্মকর্তারা সততার সাথে দায়িত্ব পালনে প্রস্তুত নয় : সিইসি