সুরুজ আলীর ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

সুরুজ আলীর ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হামলার ঘটনায় আটক আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। আপাতত গৌরমন্দির ভাঙচুর মামলায় সুরুজ আলীকে গ্রেপ্তার দেখিয়ে এ রিমান্ড আবেদন করা হবে।

সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হবে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, আপাতত সুরুজ আলীকে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পর্যায়ক্রমে তাকে বাকি মামলাগুলোতেও গ্রেপ্তার দেখানো হবে। সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।এর আগে আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে রবিবার রাত সাড়ে ৭টার দিকে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনার পরপরই অভিযোগ ওঠায় নাসিরনগরের চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে আবুল হাসেম ও মো. ফারুক নামে আরও দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলাভা মোবাইল বাংলাদেশের সাইকেল র‍্যালি
পরবর্তী নিবন্ধছাত্রলীগকে সুনামের ধারায় ফিরে আনতে হবে: সেতুমন্ত্রী