সুরঞ্জিতের চলে যাওয়া রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করেছে: আমু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রবিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মরদেহে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের কাছে এভাবেই সুরঞ্জিত সেনের বিষয়ে নিজের মূল্যায়নের কথা বলেন তিনি।

রবিবার ভোর চারটা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত।
আমির হোসেন আমু বলেন, ‘আব্দুস সামাদ আজাদের প্রয়াণের পর তৃণমুল থেকে উঠে আসা নেতৃত্ব বৃহত্তরে সিলেটে ছিলো না, আজও নেই। আর সুরঞ্জিত সেনগুপ্তের চলে যাওয়া সিলেট তো বটেই সমগ্র রাজনৈতিক অঙ্গনেও শূন্যতা তৈরি হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আইনের বিষয়ে কোনও জটিলতা তৈরি হলে সবাই তাঁর কাছে যেতেন। এমনকি স্পিকার নিজেও তার কাছে আইনি সহায়তা চাইতেন। তিনি চলে যাওয়ায় তার মতো আস্থাভাজন লোক পেতে হয়তো আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে। ’
শিল্পমন্ত্রী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক জীবনযাপন করে গেছেন। ’

পূর্ববর্তী নিবন্ধনারীর কানের ছিদ্রে আটকা অজগর সাপ
পরবর্তী নিবন্ধএমডিজির অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী