সুবর্ণচরে পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দুই পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কেরামতপুর গ্রামের দুই পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো কেরামতপুর গ্রামের আবদুল্লাহ সর্দারের ছেলে ওমর (১০), মেয়ে আমেনা (৭) এবং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে দেড় বছরের আলামিন।

উপজেলার চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় ওমর ও আমেনা বাড়ির পাশের পুকুরে হাতমুখ ধোয়ার জন্য যায়। অনেকক্ষণ পরও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

একই সময় একই গ্রামের সাবের সর্দারের পুকুরে ডুবে মারা যায় আলামিন নামের অপর শিশু। চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, থানায় অভিযোগ না দিয়ে পারিবারিকভাকে তিন শিশুর লাশ দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফাইনালের অপেক্ষায় কলকাতা
পরবর্তী নিবন্ধপর্দা উঠল কানের