নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশনের) সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে লাগানো নেমপ্লেট বিএনপিপন্থি আইনজীবীরা খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এসময় বারের সম্পাদকের কার্যালয়ের জানালা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আওয়ামীলীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা পাশাপাশি অবস্থান করছিল। এরই একপর্যায়ে পেছনে গিয়ে সম্পাদকের কক্ষে ভাঙচুর চালান বিএনপির আইনজীবীরা।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে বার ভবনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সংবাদ সম্মেলনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই বিচার বিভাগকে ব্যবহার করে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। মামলা, হামলা, গুম, খুন করে চলমান আন্দোলন থামানো যাবে না।
পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দুইদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৬ আগস্ট ৬৪ জেলার বার ভবনে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট ৬৪ জেলা বার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলন চলাকালীন আওয়ামীপন্থি আইনজীবীরা মিছিল করছিল। তখন বিএনপিপন্থি আইনজীবীরাও মিছিল দিতে থাকেন। পরে তারা ওই কক্ষ থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।
পরে সংবাদ সম্মেলন শেষে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপার্যায়ে হাতাহাতি ও ভাঙচুর করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কার্যালয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।