পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আজ বুধবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে ছিলো বাংলাদেশ। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। তবে পরের ম্যাচে পাকিস্তান নারী দলের কাছে ৬৭ রানে হারে তারা। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরে বাংলাদেশ। তবে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। তারপরও ভাগ্যের জোড়ে পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে থেকে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ।
সুপার সিক্স শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকতে পারলেই আগামী জুনে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে বাংলাদেশ। আয়ারল্যান্ড ছাড়াও সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। ১৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এবং ১৯ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে সুপার সিক্সের ম্যাচ খেলবে বাংলাদেশ।