সুন্দরবনে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ বনদস্যু নিহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
আজ মঙ্গলবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ব্যাপারে র‌্যাব ৬-এর ডিএডি মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযানে গেলে বনদুস্য জোনাব বাহিনীর সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় সেখান থেকে তিনটি পাইপ গান, একটি একনালা বন্দুক ও একটি থ্রি নট থ্রি বন্দুক ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

তবে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানিয়েছেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে বনদস্যু নান্নু মোল্যা মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আমিন জুট মিলে আগুন, আহত ৩
পরবর্তী নিবন্ধবাংলা টিলায় গর্তে ধস, নিহত ৪