সুন্দরবনে একসঙ্গে ৫টি বাঘ দেখতে পেলেন ক্লাব ৯৮, শরীয়তপুর এর বন্ধুরা

নিজস্ব প্রতিবেদক:

সুন্দরবনে ঘুরতে এসে একসঙ্গে ৫টি বাঘ দেখতে পেলেন এসএসসি ১৯৯৮ ব্যাচ শরীয়তপুর সংগঠন ক্লাব, শরীয়তপুর। গত শনিবার ১২ মার্চ একসঙ্গে পাঁচটি বাঘকে নদীর পাড়ে দেখতে পেয়ে ছবি তুলে নেন ক্লাব ৯৮ শরীয়তপুর সদস্যরা।

শরীয়তপুর থেকে ঘুরতে এসে খুলনা জেলখানা ঘাট থেকে এমএল সুবতি নামে পর্যটকবাহী জাহাজে সুন্দরবন ঘুরতে যান ক্লাব ৯৮ শরীয়তপুরের ২৩ জন সদস্য। কচিখালী থেকে ফেরার সময় ছিটা কটকা খালের মাঝামাঝি জায়গায় দেখতে পান একসঙ্গে ৫টি বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনে ঘুরতে এসে এতো বাঘ একসঙ্গে কেউ দেখেছেন বলে জানা নেই।

জাহাজে থাকা পর্যটক ক্লাব ৯৮ শরীয়তপুরের সদস্য সৈয়দ আনাছ বলেন, আমরা গত ১২ মার্চ বিকাল ৫টার দিকে কচিখালী থেকে ফেরার সময় ছিটা কটকা খালের পাড়ে একসঙ্গে ৫টি বাঘ দেখতে পাই। একসঙ্গে বাঘ গুলো চরে গোল গাছের পাশে খেলা করছে। জীবনে আর এমন দৃশ্য দেখার সুযোগ হবে কিনা জানি না।

 

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনকে আরও ১ বিলিয়ন ডলারের অস্ত্রসহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছালো