গাইবান্ধার সুন্দরগঞ্জে ডাকাত দলের হামলায় চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন। এ সময় গরু-মহিষ লুট করে নিয়ে যায় ডাকাত দল। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের কাজিয়ারচরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ওই এলাকার আজাহার আলী (৪৫), বিশা মণ্ডল (২১), রহমত আলী (৩৬) ও আশরাফুল ইসলাম (১৪)। আহত বাকি তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে হঠাৎ করে দুই নৌকা নিয়ে ২৫/৩০ জন ডাকাত চরে হামলা করে। এরপর অতর্কিত গুলিবর্ষণ করে তারা ৩০/৩৫টি গরু নিয়ে যায়। এ সময় ডাকাত দলের হামলায় চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সুন্দরগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময়েও তারা ঘটনাস্থলে আসেনি।
কাপাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।