সুনামগঞ্জ ৮৪০১ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ বেড়েছে

নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জ জেলায় এ বছর বেড়েছে রোপা আমনের আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার ৪০১ হেক্টর বেশি জমিতে চলতি বছর রোপা আমন আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে, ফসল ঘরে তোলতে পারলে কৃষকরা লাভবান হবেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার চলতি বছর ১১টি উপজেলায় ৭৪ হাজার ২১৪ হেক্টর জমিতে রোপার আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ পৌঁছে ৮২ হাজার ৬১৫ হেক্টরে। এর মধ্যে সদর উপজেলায় ১১ হাজার হেক্টর, দক্ষিণ সুনামগঞ্জে ২ হাজার হেক্টর, দোয়ারা বাজারে ১৩ হাজার ৯৫০ হেক্টর, বিশ্বম্ভরপুরে ৮ হাজার ৯২০ হেক্টর, জগন্নাথপুরে ৮ হাজার ৬৫০ হেক্টর, জামালগঞ্জে ৩ হাজার ৯১০ হেক্টর, তাহিরপুরে ৬ হাজার ৭০০ হেক্টর, ধর্মপাশায় ৫ হাজার ৮৫০ হেক্টর, ছাতকে ১৩ হাজার ৬৭৫ হেক্টর, দিরাইয়ে ২ হাজার ৯৫০ হেক্টর, শাল্লা উপজেলায় ৫ হাজার ১০ হেক্টর জমিতে চলতি মৌসুমে রোপা আমন আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার মেট্রিকটন ধান। ২০১৭ সালে ৭৪ হাজার ৯ শ’ ৭০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছিল। উৎপাদন হয়েছিল ১ লাখ ৫০ হাজার ৮শ’ ৩৬ মেট্রিক টন চাল।
রোপা আমন ক্ষেতে ইঁদুর ও বিভিন্ন ধরণের পোকার আক্রমণে লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ জানায়, হাওরের পানি নেমে যাবার পর সব ইঁদুর ক্ষেতে নেমে গেছে। ইঁদুর দমনে ও পোকার আক্রমণ হতে ধান রক্ষায় কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বশির আহাম্মদ সরকার জানান, আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমনের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। ইঁদুর ও পোকার আক্রমণে লক্ষ্যামাত্রা ব্যাহত হবে না।

পূর্ববর্তী নিবন্ধবদলে গেছে জগন্নাথপুর – দক্ষিণ সুনামগঞ্জ
পরবর্তী নিবন্ধ৩০ প্রদর্শনীর জন্য অনুদান পেল ‘লাল জমিন’