সুনামগঞ্জ থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকায় এডমিরাল এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। এতে বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় হচ্ছে। ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্ট সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়। কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারো টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এই কর্মবিরতির ডাক দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আজ (বুধবার) থেকে সুনামগঞ্জের সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করবে না।

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধহিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরাইল