সুনামগঞ্জে ৫শত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ স্থাপনে আর্সেনিকই বাঁধা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জে ৫শত প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ স্থাপনে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রনের বাঁধার কারণে নলকূপ বসানোর কার্যক্রম থমকে আছে। ২০১৩ সনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পিডিইপি-৩ প্রকল্পের আওতায় ৭শত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭শত নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু চার বছরে মাত্র ২শত নলকূপ স্থাপন করতে পেরেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
সম্প্রতি আর্সেনিক ও আয়রনযুক্ত স্থানেই এআইআরপি (আর্সেনিক আয়রন রিমোভাল প্ল্যান্ট) প্রকল্পে পরীক্ষামূলক নলকূপ বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ২ বছর পরে এটি ওয়াস করার পাশপাশি নিয়মিত মনিটরিং করার প্রয়োজনীয়তা রয়েছে। এ জটিল প্রক্রিয়ায় নলকূপ স্থাপনের প্রতি স্থানীয়দের আগ্রহ নেই বলে সংশ্লিষ্টরা জানান।
সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নলকূপ স্থাপনের পর পরীক্ষায় আর্সেনিক ধরা পড়লে বিল পাওয়ার সুযোগ না থাকায় ঠিকাদাররা কাজ করতে আগ্রহী নয়। এদিকে প্রকল্পের অধীনস্থ বিদ্যালয়ে নলকূপ স্থাপন না করায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি সংকটে পড়েছে। জেলায় আর্সেনিকের মাত্রা ৫০ পিপিএল’র চেয়েও বেশি। যার ফলে পানিতে স্বাস্থ্যঝুঁকি থাকায় নলকূপ বসাতে চাচ্ছেনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সূত্র জানায়, গত মার্চ মাসে এআইআরপি প্রকল্পের অধীনে পরীক্ষামূলক ২০টি নলকূপ বসানোর দরপত্র আহ্বান শেষে সম্প্রতি কার্যাদেশ দেওয়া হয়েছে। শীঘ্রই এই পরীক্ষামূলক নলকূপ বসানোর কাজ শুরু হবে। এই প্রক্রিয়াল ফলাফল ভালো পাওয়া গেলে এবং এলাকাবাসী প্রকল্পটি গ্রহণ করলে পিডিইপি-৩ প্রকল্পের অবশিষ্ট নলকূপ বসানোর প্রক্রিয়া শুরু হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, এআইআরপি (আর্সেনিক আয়রন রিমোভাল প্ল্যান্ট) প্রকল্পে পরীক্ষামূলক ৭শত টি নলকূপ স্থাপনের মধ্যে ২শত টি স্থাপন করা হয়েছে। মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রনের কারণে ৫শত নলকূপ স্থাপন সম্ভব হচ্ছেনা। আর্সেনিকের কারণে এখন এই প্রকল্পের অধীনে আরেকটি প্রকল্পভুক্ত করে পরীক্ষামূলক নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহারের পর বাংলাদেশকে ‘নাতি’ বলে কটাক্ষ সেহওয়াগের
পরবর্তী নিবন্ধপাতানো ম্যাচ খেলে ফাইনালে পাকিস্তান?