নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ফসল ডুবিতে হাওর রক্ষা বাঁধে ইমার্জেন্সি ওয়ার্ক’র আজগুবি তথ্য রয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের কাছে। এবার ইমার্জেন্সি ওয়ার্ক’র বিল তৈরি হচ্ছে ২কোটি ৬লাখ টাকা। বাঁধ নির্মাণের কাজে দুর্নীতির দায়ে প্রত্যাহারকৃত পাউবো নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন ইমার্জেন্সি ওয়ার্কের এই বিল ৩০জুনের মধ্যে প্রস্তুত করে পাউবো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলেও জানা গেছে। ইমার্জেন্সি ওয়ার্ক প্রসঙ্গে হাওরাঞ্চলের জনপ্রতিনিধিরা বলেছেন, এতো টাকা খরচের সুযোগই এবার পাউবো পায়নি।
পাউবো’র সূত্র জানায়, হাওর রক্ষা বাঁধ ভাঙ্গা শুরু হলে পাউবো জেলার শনির হাওর, মাটিয়ান হাওর, পাগনার হাওর, সোনামড়ল, টাঙ্গুয়া, বরাম, আঙ্গুরালি ও কাইলানি হাওরে বাঁশ-বস্তা, বালুসহ নানা কাজে ২কোটি ৬লাখ টাকা ব্যয় করেছে বলে ৩০জুনের মধ্যে বিল প্রস্তুতের জন্যও তোড়জোড় চলছে। অথচ. বাঁধ ভেঙ্গে হাওর ডুবির সময় জেলা প্রশাসন থেকেও বাঁশ-বস্তা কেনার জন্য নগদ টাকা দেওয়া হয়েছিল বলে তখনকার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়ে ছিলেন।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, আঙ্গারালি হাওরডুবি’র সময় পাউবো কোন ইমার্জেন্সি ওয়ার্ক করেনি।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু বারেক সিদ্দিক ভূইয়া জানান, ইমার্জেন্সি ওয়ার্ক হয়েছে বলে তাকে জানানো হয়েছে। প্রত্যাহারকৃত নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন ইমার্জেন্সি ওয়ার্কের কাগজপত্র তৈরি করছেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান বলেন, সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের সকল বিল বন্ধ রাখার নির্দেশ রয়েছে মাননীয় পানি সম্পদ মন্ত্রী’র।