সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌণে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে  এ ঘটনা ঘটে।
ছোট নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মানিকখিলা গ্রামের মিরাজ আলীর পুত্র হারিদুল এবং তার পুত্র তারা মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যুুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাড়ছে পানি, ডুবছে সুনামগঞ্জ : পানিবন্দি ৫ লক্ষাধিক মানুষ
পরবর্তী নিবন্ধপাবনায় বজ্রপাতে বাবা-দুই ছেলেসহ ৪ জন নিহত