সুনামগঞ্জে সড়কের ভেতর বাঁশ!

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জের গ্রামীণ সড়কের একটি সেতুতে অ্যাপ্রোচ অংশ কিছুটা ভেঙে যাওয়ায় ঢালাইয়ের ভিতরে দুয়েকটি বাঁশ দেখা যাচ্ছে। প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর একটি অংশে বাঁশ দেখে স্থানীয় লোকজন দাবি করছেন, সেতুতে রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে। সেতুটি নির্মাণ করেছে এলাকার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স স্মার্ট এন্টারপ্রাইজ। তবে ঠিকাদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, রডের পরিবর্তে কোথাও বাঁশ ব্যবহার করা হয়নি। বন্যার সময় কাজ করতে সাটার আটকানোর জন্য বাঁশ ব্যবহার করা হয়েছিল। সেই বাঁশগুলো আর বের করা সম্ভব হয়নি, তাই কিছু বাঁশ দেখা যাচ্ছে।
জানা যায়, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থবছরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও-হাসকুঁড়ি রাস্তার জিল্লুর মিয়ার বাড়ীর সামনের খালে ২৭ লক্ষ ৯৪ হাজার ২৫৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।
সেতুর নির্মাণ শ্রমিক বীরগাঁও গ্রামের রফিজ আলী বলেন, শুরু থেকেই অনিয়ম করেছেন ঠিকাদার। প্রতিবাদ করে কোন লাভ হয়নি। সেতুতে ময়লা পাথর ও বালি ব্যবহার করা হয়েছে। সেই সাথে রডের সাথে বাঁশের ফলা ও ছোট-ছোট বাঁশ ব্যবহার করেছে। এ কারণে সেতুর ঢালাই ভেঙে পড়ে যাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য জুবায়েল আহমদ বলেন, সেতুতে ফাটল দেখা দিয়েছে ফাটল অংশে বাঁশ-রড দুটোই দেখা যায়।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স স্মার্ট এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোজাহিদ মিয়া বলেন, সেতুতে একটাও বাঁশ ব্যবহার করা হয়নি। কাজ করার সময় পানি চলে আসায় সাটারের সাথে বাঁশ দেয়া হয়েছিল। সেই বাঁশ বের করা সম্ভব হয়নি। সেতুর যে অংশ নিয়ে কথা উঠেছে সেই অংশ ভেঙে দেখা যেতে পারে। বাঁশ ব্যবহার হয়ে থাকলে সব দায় আমি নেব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভুঞা বলেন, সেতুতে রডের সাথে কোন ধরনের বাঁশ ব্যবহারের সুযোগ নেই। কাজ করার সময় বন্যা ছিল। বন্যার সময় কাজ করতে দুইপাশের সাটার আটকানোর জন্য কিছু বাঁশ ব্যবহার করা হয়েছিল। সেই বাঁশগুলো বের করা সম্ভব হয়নি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক জানান, কোন সেতু বা কালভার্ট নির্মাণে বাঁশ ব্যবহারের সুযোগ নেই। কারো কাছ থেকে এধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি বা কেউ বিষয়টি অবগত করেনি। খোঁজ-খবর নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসরকারের সিদ্ধান্তহীনতার কারণেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: ফখরুল
পরবর্তী নিবন্ধবাংলাদেশি পাসপোর্ট নিয়ে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী