সুনামগঞ্জে সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ল ২০টি

নুর উদ্দিন, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে জেলার ৫ টি আসনের ভোট কেন্দ্র নির্ধারণের কাজ সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিসগুলো। জেলায় বিগত জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৬৪৬, এবার বেড়ে হয়েছে ৬৬৬ টি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩ টি, সুনামগঞ্জ সদরে ৯ টি, দোয়ারাবাজারে ৪ টি, ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়ারাই ইউনিয়নের কুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈদেরগাঁও-গোবিন্দগঞ্জ ইউনিয়নের গুয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরমহল্লা ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় বাড়ানো হয়েছে ৪টি কেন্দ্র।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের কেন্দ্র নির্বাচন করা হচ্ছে। আগে কেন্দ্র ছিল ৬৪৬ টি, এখন হয়েছে ৬৬৬ টি।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে মুক্তিযুদ্ধের ৬টি ঐতিহাসিক স্থান সংরক্ষণের উদ্যোগ
পরবর্তী নিবন্ধভারতের বিপক্ষে সেঞ্চুরি শেহজাদের