সুনামগঞ্জে মেয়র পদে উপ-নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
জানা যায়, নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে বিজিবি ২ প্লাটুন, র‍্যাব ৩ প্লাটুন, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। তাছাড়া ১টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। ভোটগ্রহণের দিন ৮টি মোবাইল কোর্ট মাঠে থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালেব খান জানান, নির্বাচনী জিনিসপত্র বুধবার বিকেল ৩টায় সকল ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এখানে ২৩টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ১০টি।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, উপ-নির্বাচনে বিপুল পরিমাণ পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। তাছাড়া সাদা পোষাকে গোয়েন্দারা মাঠে থাকবেন। যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সজাগ রয়েছে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ১৯ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করলে ১ মার্চ মনোনয়ন জমাদেন তিন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত, ধানের শীষ প্রতীকে মরমি কবি হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন এবং স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে মরমি কবি হাছন রাজা আরেক প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৪২ হাজার ৩২২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২১ হাজার ১৪৯ জন ও নারী ভোটারের সংখ্যা ২১১৭৩ জন।

পূর্ববর্তী নিবন্ধবিমান দুর্ঘটনায় আহত তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন
পরবর্তী নিবন্ধচালু হলো বন্দিদের স্বজনদের সঙ্গে ফোনালাপের সুযোগ