সুনামগঞ্জে বন্যায় সড়কের ক্ষয়ক্ষতি ১২০ কোটি টাকা

পপুলার২৪নিউজ নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):  পাহাড়ি ঢল ও বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত সেতু ও দেড়শ কি.মি. সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগেরও প্রায় ৬০ কি.মি. সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। যা সংস্কার করতে প্রায় ১৫ কোটি টাকা লাগবে। বিধ্বস্ত এই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
জানা যায়, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর এলাকার সেতুর এপ্রোচের প্রায় ৩০০মিটার এলাকা এবং জগন্নাথপুরে নলজুড় নদীর ব্রিজের এপ্রোচে ধস নামায় এখনো যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এই উপজেলার রাণীগঞ্জ সড়কের রাস্তা-ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বম্ভরপুর উপজেলার শরিফগঞ্জের কাছেও রাস্তা ভেঙ্গে যাওয়ায় লাউড়েরগড়ের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়। সদর উপজেলার ধারারগাঁও সড়ক পাহাড়ি ঢলের তোড়ে ভেঙ্গে যাওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তাৎক্ষণিক বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করে। এছাড়া গ্রাম এলাকার পাকা, অর্ধ পাকা ও মাটির রাস্তার ব্যাপক সুনামগঞ্জ ক্ষয়-ক্ষতি হয়।
সিনিয়র  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. ইব্রাহিম মিয়া বলেন, বন্যায় জেলার অনেক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে এখনো সংযোগ স্থাপন করা যায়নি। এসব রাস্তা সংস্কার ও মেরামত করতে প্রায় ১২০ কোটি টাকার প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যক্তিগত গোপনীয়তা ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার’
পরবর্তী নিবন্ধইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু