সুনামগঞ্জে বখাটেপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ::

সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুন্নিকে (হুমায়রা) হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা মানবাধিকার কাউন্সিল ও প্রথম আলো বন্ধুসভা। মানববন্ধনে শহরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন। সভায় বক্তারা বখাটেপনা ও উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে জেলা মানবাধিকার কাউন্সিল। বক্তব্য রাখেন সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক মো. আবদুল হক, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ।
একই দাবিতে বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সুনামগঞ্জের বিশিষ্ট নারীনেত্রী শীলা রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা যুব ইউনিয়নের সভাপতি আইনজীবী এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি এ এস এম মাহবুবুল হাছান তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি দ্বিপাল ভট্টাচার্য প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান-বসতবাড়ি ভস্মীভূত
পরবর্তী নিবন্ধদিরাইয়ে স্কুলছাত্রী মুন্নি হত্যা : ৪দিনেও গ্রেফতার হয়নি ‘ঘাতক’ ইয়াহিয়া