সুনামগঞ্জে পাথর তুলতে গিয়ে বালুচাপায় ২ নারীর মৃত্য

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জের সদর উপজেলায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে পড়ে বালুচাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডলুরা চলতি নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ডলুরা গুচ্ছগ্রামের মৃত মুক্তিযোদ্ধা খুরশিদ মিয়ার মেয়ে আলেখা ও ফেনিবিল গুচ্ছগ্রামের চান মিয়ার স্ত্রী রহিমা বেগম।

সদর মডেল থানার ওসি মো. শহিদুল্লাহ যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জুয়েল বলেন, জাদুকাটা চলতি নদী এলাকায় শেলু ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকোটা আন্দোলনকারীদের সঙ্গে আ’লীগের বৈঠক লোক দেখানো: রিজভী
পরবর্তী নিবন্ধ  এসবিএসি ব্যাংকের সঙ্গে হোটেল কক্স টুডে’র চুক্তি