সুনামগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিসারের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ভোটার হব, ভোট দেব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববির সঞ্চালনায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমীন নাহার রুমা। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়,  জেলা মুক্তিযোদ্ধা সংসদে সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন প্রমুখ।
প্রধান অতিথির  বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মোহাম্মদ এমরান হোসেন জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ১ম বারের মতো জাতীয় ভোট দিবস পালন করছে। ভোটাররা যাতে নির্বিগ্নে পচন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই লক্ষ্যে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে প্রার্থীতা নিয়ে আ.লীগ-বিএনপি বিব্রত
পরবর্তী নিবন্ধহাওরের ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে ৬০ ভাগও হয়নি : উদ্বিগ্ন কৃষকরা