সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

 

পপুলার২৪নিউজ নুর উদ্দিন,  সুনামগঞ্জ ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ে প্রায় তিন শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার রাত ৮টার সময় হঠাৎ শুরু হওয়া ঘন্টা ব্যাপী ঝড়ো বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, দিরাই, শাল্লা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রায় তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শাল্লার শ্যামারচর, আননন্দপুর, নোয়াগাও, নিয়ামতপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। জামালগঞ্জের হটামারা গ্রামের প্রায় ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসঠিক পথকে এগিয়ে নিতে হবে:এরদোগান
পরবর্তী নিবন্ধবগুড়ায় বাস খাদে পড়ে নিহত ৩