পপুলার২৪নিউজ নুর উদ্দিন, সুনামগঞ্জ ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ে প্রায় তিন শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার রাত ৮টার সময় হঠাৎ শুরু হওয়া ঘন্টা ব্যাপী ঝড়ো বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, দিরাই, শাল্লা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রায় তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শাল্লার শ্যামারচর, আননন্দপুর, নোয়াগাও, নিয়ামতপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। জামালগঞ্জের হটামারা গ্রামের প্রায় ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।