নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জের ৫টি আসনে শতাধিক নেতা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। হাওর বেষ্টিত সুনামগঞ্জে এবার একাদশ জাতীয় নিবাচনে ৫টি আসনেই দলীয় মনোনয়ন প্রত্যাশী ২৩ জন আইনজীবী। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রত্যাশায় তারা দিন গুনছেন।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে নৌকার হয়ে লড়তে চান সাবেক সাংসদ এডভোকেট সৈয়দ রফিকুল হক সুহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রণজিত সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান সেলিম, আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ব্যারিস্টার কাউসার তালুকদার। এই আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চান যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নৌকার মনোনয়ন চান জেলা আ.লীগের সহ-সভাপতি এডভোকেট অবণী মোহন দাস, সিলেট মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন। ধানের শীষ নিয়ে লড়তে চান যুক্তরাজ্য বিএনপি নেতা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ – জগন্নাথপুর) আসনে ২০ দলীয় জোটের টিকিট চান সাবেক সংসদ সদস্য জমিয়ত নেতা এডভোকেট মাওলানা শাহিনুর চৌধুরী পাশ, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন। আসনটিতে নৌকার মনোনয়ন চান জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক এডভোকেট ইসলাম আলী। এলডিপি থেকে মনোনয়নপত্র কিনেছেন এডভোকেট এম আর খালেদ তুষার। সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর – বিশ্বম্ভরপুর) আসনে বর্তমান সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ জাতীয় পার্টি থেকে এবারও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আ.লীগ থেকে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এডভোকেট ড. খায়রুল কবির রুমেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট কামাল উদ্দিন মনোনয়ন চান। সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার – ছাতক) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন জাতীয় পার্টির হয়ে সাবেক সংসদ সদস্য এডভোকেট আবদুল মজিদ মাস্টার এবং তার ছেলে কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা এডভোকেট নাজমুল হুদা হিমেল। ধানের শীষের মনোনয়ন চান প্রবাসী বিএনপি নেতা ব্যারিস্টার ইয়াহইয়া, এবং আওয়ামী লীগের মনোনয়ন চান যুক্তরাজ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান নানু।