সুনামগঞ্জের শান্ত জলমহাল বন্দুকের গুলির শব্দে অশান্ত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের জলমহালগুলো টাকার খনি। যার কারণে জলমহাল দখল করতে প্রভাবশালী মহলগুলো মরিয়া। জলমহাল রক্তাক্ত হোক, প্রান যাক তবুও জলমহাল চায়। জেলার ১হাজার ৪৫টি জলমহালের মধ্যে ৪২০টি ২০একরের উপরে ও ৬২৫টি ২০একরের নিচে।
মামলা মোকদ্দমায় জড়িত জলমহালগুলো নিয়েই উত্তেজনা বেশি। অইজারাকৃত জলমহালের দখল নিয়েও দ্বন্দ্ব রয়েছে হাওরাঞ্চল জুড়ে। প্রতি বছরের মতো এবারও মাছ আহরনের মৌসুমে জলমহাল দখল নিয়ে মারামারি, বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা এবং জলমহালের মাছ লোটপাটের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে হাওর।
জলমহাল ব্যবসায় রাতারাতি কোটিপতি হওয়ার একমাত্র সহজ পথ। ‘জাল যার-জলা তার’ এই নীতি সরকার কাগজে-পত্রে কার্যকর করলেও বাস্তবে ‘লাঠিয়াল যার-জলমহাল তার’। এক্ষেত্রে সরকার দলীয় প্রভাবশালীরা থাকেন সুবিধাবাদী অবস্থানে। তবে এখানে সরকারী দলের ছত্রছায়ায় অনেক ক্ষেত্রে বিরোধী দলীয় ক্যাডার, সুবিধাবাদী প্রভাবশালীরা জলমহালের ভাগ নেয়। এজন্য মাছ ধরার মৌসুমে জলমহাল দখল-পাল্টা দখল নিয়ে সংঘর্ষ, বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনাসহ মাছ লোটপাটের ঘটনা প্রতি বছরের ন্যায় চলতি বছরেও ঘটেছে।
মৎস্যজীবী সমবায় সমিতিকে কাগজে-পত্রে ইজারা দিলেও বাস্তবে কোন মৎস্যজীবী সমিতিই জলমহাল শাসন করছে না। কোথাও সামান্য লাভে মৎস্যজীবী সমবায় সমিতি প্রভাবশালীদের হাতে জলমহাল ন্যস্ত করেছে। আবার কোথাও প্রভাবশালীরা জোরপূর্বক স্টাম্পে স্বাক্ষর নিয়ে জলমহাল দখলে রেখেছে।
দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়নের কোটি টাকার টান্নি গ্রুপ জলমহাল দখল নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান ও কুলঞ্জ গ্রামের ডনেল চৌধুরীর গ্রুপের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে মুজিবুর রহমানের ভগ্নিপতি এবং তেতৈয়া গ্রামের মৃত আলম উল্লাহর ছেলে মজনু মিয়া (৬০) নিহত হয়। সংঘর্ষে আহত হয় ১০জন।
জগন্নাথপুরে জিলিকার জলমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৫ ফেব্রুয়ারি সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে বুধরাইল (অনুচন্দ্র) গ্রামের স্থানীয় বাসিন্দা জাবিস জিম্মাদার ও ফজলু জিম্মাদারের মধ্যে বন্দুক যুদ্ধে গুলিবৃদ্ধ  শফু মিয়া জিম্মাদার (৪০) নিহত হয়। আহত হয় ১৫ জন।
ছাতকের দোলারবাজার ইউনিয়নের কুড়াচাতল বিল ৫ ফেব্রুয়ারি গভীর রাতে জবর দখল নিয়ে মঈনপুর গ্রামের আব্দুর রব ও রাউলী গ্রামের ছাদিক মিয়া দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। ঘটনার দু’দিন পর ৭ ফেব্রুয়ারি আবারও দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪জন গুলিবিদ্ধ হন।
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজপুর দক্ষিণ ইউনিয়নের ডুবাইল গ্রুপ জলমহালে ১৫ ফেব্রুয়ারি ভোরে নেত্রকোনা জেলার কয়েক হাজার মানুষ সংঘবদ্ধ হয়ে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদিসহ দেশীয় অস্ত্র নিয়ে জলমহালের মাছ লুট চালায়। পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন ৪১ জন ব্যক্তিকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। জলমহালটি সুবংশপুর রূপালী মৎস্যজীবি সমবায় সমিতির লিমিটেডের অধীনে ইজারা রয়েছে। ধর্মপাশার ডুবাইল গ্রুপ জলমহালের ব্যবস্থাপক বিপ্লব মিয়া জানান, নেত্রকোনা জেলার কয়েক হাজারের একটি সংঘবদ্ধ চক্র মাছ ধরার জাল, পলো, দেশীয় অস্ত্র কাতরা, রামদা নিয়ে জলমহালে নেমে মাছ লুট চালায়।

পূর্ববর্তী নিবন্ধবিমান দুর্ঘটনায় নিহতের জন্য দোয়া চেয়েছেন মুশফিক
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে প্রাথমিক শিক্ষা মেলায় নান্দনিকতার ছড়াছড়ি