সুনামগঞ্জের তাহিরপুরে আটক ১১ রোহিঙ্গাদের চট্টগ্রামে ফেরত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জের তাহিরপুরে শিশুসহ ১১ জন আটক রোহিঙ্গাকে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন মিয়ানমারের আকিদা জেলার মংদু থানার কুয়ান শিবং গ্রামের আব্দুছ ছবুর, স্ত্রী আমিনা বেগম, ছেলে আব্দুল হালিম, মেয়ে হালিমাতুস সাহিয়া, তালিহা আক্তার, উম্মে বেগম, আব্দুল হাসিমের স্ত্রী উম্মুল খাইরিন ও মেয়ে মোশারফা। তারা একই পরিবারের শিশুসহ ১১ জন গত তিন মাস ধরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের আত্মগোপন করে বসবাস করছিল। স্থায়ী বসবাসের জন্য সম্প্রতি নাগরিক সনদ সংগ্রহ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদে তাদের আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, শুক্রবার পুলিশি নিরাপত্তায় আটক রোহিঙ্গাদের চট্টগ্রামের শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী নিউইয়র্ক যাবেন শনিবার
পরবর্তী নিবন্ধবিশ্ব একাদশকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়