সুনামগঞ্জের ডলুড়া সীমান্ত হাটে খুচরো ক্রেতারা বঞ্চিত

নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:

বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকার মানুষের খুচরো কেনাকাটার জন্য ২০১২ সালের ৩০ মে সুনামগঞ্জ ডলুড়া সীমান্ত হাট চালু হলেও এখন এই হাটে কোন খুচরো পণ্য বিক্রি হয়না। শুরুর পর থেকেই প্রতি মঙ্গলবারে হাট বসছে। দু’দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে খুচরো পণ্য বিক্রি না করে পাইকারি বিক্রি করছে। গত চার বছর ধরে এভাবে পাইকারি বিকিকিনি চলছে। খুচরো বিক্রি বন্ধ থাকায় দু’দেশের সীমান্তের লোকদের জন্য যে লক্ষ্যে হাটটি চালু হয়েছিল সেই লক্ষ্য পূরণ হচ্ছেনা। খুচরো কেনাকাটা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এই সুযোগে মধ্যস্বত্ত্বভোগীদের কাছ থেকে তাদের অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সূত্রে জানা যায়, সীমান্ত হাটে দুই দেশের স্থানীয় উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় হওয়ার কথা। দুই দেশের ২৫ জন করে ব্যবসায়ী ব্যবসা করার কথা থাকলেও বাস্তবে আরো অনেকেই ব্যবসা করছেন। চুক্তি অনুযায়ী প্রথমে দুই দেশের সীমান্ত এলাকার ৫ কি.মি. এলাকার ক্রেতাদের জরুরি পণ্য খুচরো কেনা কাটার কথা ছিল। হাট প্রতিষ্ঠার দুই বছর পরই বদলে যায় চিত্র। খুচরোর বদলে ব্যবসায়ীরা পাইকারি বিক্রির দিকে ঝুঁকে পড়েন। স্থানীয়দের অভিযোগ, একটি সিন্ডিকেট পাইকারি বিকিকিনি চালাচ্ছে।
সরেজমনি সীমান্ত হাটে গিয়ে দেখা যায়, ভারতীয় অংশে ব্যবসায়ীদের বস্তাভর্তি পণ্য পড়ে আছে। সেই পণ্য ঘিরে দরদাম করছেন বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা। হাটে কসমেটিকস, জুতা, কমলা, পান, গরম মশলাসহ সব ধরনের ভারতীয় পণ্যই এখন ভারতীয় ব্যবসায়ীরা পাইকারি দামে বিক্রি করছেন। ভারতীয় কমলা বিক্রেতারা একশ কমলা ৫০০-৬০০ টাকা দাম চাচ্ছেন। কিন্তু খুচরো কিনতে চাইলে বিক্রি করেন না তারা।
নারায়ণতলা গ্রামের ডলি আক্তার বলেন, বর্ডার হাটে এখন আর কোন জিনিস খুচরো কেনা যায়না। প্রথম দুই বছর কিছু কেনা গেলেও এখন বন্ধ রয়েছে। ভারতের বালাটের কসমেটিক্স ব্যবসায়ী জগু দে বলেন, আমরা বেশিরভাগ পণ্যই পাইকারি বিক্রি করি। তবে খুচরোও কিছু বিক্রি করি। সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকসেদ আলী বলেন, এখন আর এই হাটে তেমন খুচরো বিকি কিনি হয়না। যা হয় পাইকারিই হয়।
সদর থানার ওসি ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ শহীদুল্লাহ বলেন, সীমান্ত হাটে খুচরো বিক্রি বন্ধ এ বিষয়ে তার জানা নেই। আগামী সপ্তাহে বাজারে গিয়ে খোঁজ নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাত দফা দাবি আদায় করে ছাড়ব:  ড. কামাল  
পরবর্তী নিবন্ধগোলাম সারোয়ার-রইস উল ইসলামের নেতৃত্বে কণ্ঠশীলনের নতুন কমিটি