সুনামগগঞ্জ সরকারি কলেজের প্রাক্তণ ছাত্রছাত্রীদের পুনর্মিলনী

সুনামগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতার উত্তর ও পরবর্তি সময়ে সুনামগঞ্জের শিক্ষার আলোর প্রধান বাতিঘর সুনামগগঞ্জ সরকারি কলেজের গৌরবোজ্জ্বল ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে মিলিত হয়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তণ শিক্ষার্থীরা। সহপাঠীদের সাথে পুনরায় মিলিত হয়ে ফিরে যাচ্ছেন অতীতের হারানোর দিনের খোঁজে। আনন্দ উল্লাসে মাতিয়ে তুলছেন সরকারি কলেজ প্রাঙ্গন।
শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রশীদ। ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে আহবায়ক হুমায়ূন মঞ্জুর চৌধুরী সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট রহুল তুহীনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিচারপ্রতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, বিরোধী দলীয় হুইফ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, দেশের প্রথম নারী সলিসিটর জেসমিন আরা বেগম, সাবেক সংসদ সদস্য শামছুন্নাহার বেগম শাহানা রব্বানীসহ সরকারি কলেজের প্রবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কলেজ প্রাঙ্গণ থেকে এক শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ১৯৭৫ পরবর্তি ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বর্ণিল সাজে সজ্জিত হন। শিক্ষার্থীরা নাচ, গান আর শ্লোগানে শ্লোগানে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

পূর্ববর্তী নিবন্ধদোয়ারাবাজারে বালু মাটি দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন