চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। পিবিআইয়ের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মাসুমের আইনজীবী গাজী সানোয়ার আহমেদ লাভলু। তিনি বলেন, সুদীপ্ত হত্যা মামলায় পিবিআই দিদারুল আলম মাসুমের ১০ দিনের রিমান্ড চেয়েছিল। আমরা এর বিরোধিতা করেছি। শুনানি শেষে আদালত মাসুমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে রোববার (৪ আগস্ট) রাতে ঢাকার বনানী থেকে দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করে পিবিআই। এদিকে আওয়ামী লীগ নেতা মাসুমকে ক্রসফায়ারে হত্যার শঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবীরা। সোমবার (৫ আগস্ট) মাসুমের রিমান্ড শুনানিতে আদালতকে এ শঙ্কার কথা জানান তার আইনজীবীরা। শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মাসুমের আইনজীবী এডভোকেট গাজী সানোয়ার আহমেদ লাভলু। তিনি বলেন, দিদারুল আলম মাসুম আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে কাউন্সিলর নির্বাচন করবেন। আর এ জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা এই শঙ্কার কথা বিজ্ঞ আদালতকে জানিয়েছি। বিজ্ঞ আদালত আমাদের বলেছেন এই বিষয়টি তিনি নোট করছেন।
সুদীপ্ত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর
রাজু চৌধুরী