নিজস্ব প্রতিবেদক:
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (১৮ নভেম্বর) নয়াদিল্লীতে এই বৈঠক হয়। এসময় সীমান্ত ব্যবস্থাপনা এবং অভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত সমস্যাদি নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
বৈঠকের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুইট করে জানায়, সীমান্ত ব্যবস্থাপনা এবং সাধারণ নিরাপত্তার বিষয়ে উভয় পক্ষের ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।
এছাড়া বাংলাদেশ প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, দুই স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যা শূন্য পর্যায়ে নামিয়ে আনার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন।
একই সঙ্গে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষেও কথা বলেছে ভারত। প্রতিবেশী দেশটি জানিয়েছে, তারা রোহিঙ্গা জনগণের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, ডেপুটি হাইকমিশনার মো. নূরল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ত্রাসবাদে অর্থায়নবিরোধী তৃতীয় ‘নো মানি ফর টেরর’ (এনএমএফটি) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ভারতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। খবর: বাসস