সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত

অবৈধ অনুপ্রবেশের অপরাধে দুই ভারতীয় যুবককে সীমান্ত থেকে আটকের পর ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলা কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে তাকে আটক করে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল দল।

এ ব্যাপারে দাউদপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় টহল কমান্ডার নায়েক আসলাম সঙ্গীয় সৈনিকসহ দক্ষিণ দাউদপুর সীমান্তের মেইন পিলার ২৯০ এর ২৬-২৭ সাব পিলার হইতে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভারতীয় যুবক রবিউল মন্ডল (২৪) এবং আমজাদ মন্ডলকে (১৮) আটক করে। আটককৃতরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের সাদ্দাক মন্ডল ও আব্দল খালেক মন্ডলের ছেলে বলে জানিয়েছেন।

দাউদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টার সময় সীমান্তের ২৯০ এর ২৬ সাব পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে দাউদপুর বিজিবি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে আটক দুই যুবকে ভারতীয় ভীমপুর বিএসএফ ক্যাম্পের কমান্ডারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছর ধরে নিজের মেয়েকেই ধর্ষণ করল বাবা
পরবর্তী নিবন্ধসু চির নির্লিপ্ততার কঠোর সমালোচনায় জাতিসংঘের দূত