সীতাকুণ্ডে হত্যা-ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কালু (৪২) নামে একজন নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত কালুর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার জঙ্গল সলিমপুরে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর উপপরিচালক লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, র‌্যাবেটহল দল গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের অবস্থান জানতে পারে। গভীর রাতে জঙ্গল সলিমপুরে টহলে গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা র‌্যাবেকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় র‌্যাবসদস্যরাও পাল্টা গুলি চালান। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

কালুকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১২টি মামলা রয়েছে বলে জানান লে. কমান্ডার আশেকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসোহরাওয়ার্দীতে ফের জনসভার ঘোষণা বিএনপির
পরবর্তী নিবন্ধঝড় তুলেছে মুশফিকের ‘নাগিন’ ড্যান্স