সীতাকুণ্ডে ডায়াবেটিক সেন্টারের বর্ষপূতি পালন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্পন্ন

বাবুল মিয়া বাবলা,সীতাকুণ্ড (চট্টগ্রাম )প্রতিনিধিঃ
সীতাকুণ্ড পৌরসদরস্থ সীতাকুণ্ড মডার্ন হাসপাতালে গত বছর চালু করেছিল ডায়াবেটিক সেন্টার । যেখানে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হত। ডায়াবেটিক চিকিৎসার এক বছর পূর্তিতে ১৯ নভেম্বর সকাল ১১টায় মডার্ণ হাসপাতাল কনফারেন্স রুমে সীতাকুণ্ড কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। সভায় ডায়াবেটিকস রোগীদের সেবা নিয়ে বিভিন্ন আলোচনা করেন মডার্ণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ। হাসপাতালের পরিচালক ইমাম হোসেন স্বপন এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডায়াবেটিস রোগ থেকে নিজেকে বাঁচাতে ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের আরএমও ডাক্তার ইফতেখার উদ্দিন ও হাসপাতালের পরিচালক ডাক্তার আফরোজা তালুকদার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি এম হেদায়েত, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সেক্রেটারী লিটন চৌধুরী,সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খালেদ মোশাররফ জানান সীতাকুণ্ডের ডায়াবেটিক রোগীদের সেবা নিশ্চিত করতে প্রতি সপ্তাহে ৬দিন করে ডাক্তার রোগী দেখেন। এক্ষেত্রে তারা ভূর্তুকী দিয়ে এ সেবা চালিয়ে যাচ্ছে। মতবিনিময় সভার পর গ্রাম্য ডাক্তারদের নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করেছে বর্ষপূতিতে।

পূর্ববর্তী নিবন্ধমীর নাসির ও ছেলে হেলালের সাজা হাইকোর্টে বহাল
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ১৫শ সুবিধাবোগী কৃষকদের বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ