সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিষপান করে মো. আবদুর রব (৪৫) নামে এক কেয়ারটেকার আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবদুর রবের ছেলে মো. বেলাল হোসেন বলেন, আমরা দুই ভাই, তিন বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। আমরা চার ভাই-বোন মায়ের সঙ্গে ফয়’স লেকের ভাড়া বাসায় থাকি। সোমবার রাত ৯-১০টার দিকে বাবার সঙ্গে আমাদের টেলিফোনে কথা হয়েছে। এরপর মোবাইল বন্ধ করে দেন। মধ্যরাতে আমাদের জানানো হয় তিনি স্ট্রোক করেছেন। পরে হাসপাতালে এসে দেখি তিনি মারা গেছেন।
তিনি জানান, আবদুর রব ফৌজদারহাট এলাকায় পরিচিত লোকজনের জায়গা-জমি পাহারা দিতেন। কিছু গরু-ছাগল লালন-পালন করতেন।
কেন তিনি আত্মহত্যা করেছেন তা পরিবারের সদস্যরা জানেন না।এ ব্যাপারে চমেক পুলিশ ফাঁড়ির জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে আবদুর রব আত্মহত্যা করতে পারেন। তার গ্রামের বাড়ি ভোলা হলেও পরিবার নগরীর আকবর শাহ থানাধীন ফয়’স লেকের আব্বাস কলোনিতে ভাড়া থাকে। তিনি ফৌজদারহাট এলাকায় বিভিন্ন মালিকের জায়গা দেখভাল করতেন।