পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সিলেটের শাহী ঈদগাহস্থ স্কলার্স হোম স্কুল এন্ড কলেজে বোমা সদৃশ বস্তুকে ঘিরে আতংক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় বোমা সদৃশ বস্তুটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের চোখে পড়ে।
খবর পাওয়ার পর পুলিশ ও র্যাব ঘটনাস্থলে যায় এবং স্থানটি কর্ডন করে রেখেছে।
এদিকে বস্তুটি বোমা কি না তা পরীক্ষা করে দেখতে ঘটনাস্থলে তলব করা হয়েছে র্যাবের বোম ডিস্পোজাল টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশিনার জেদান আল মুসা।
তিনি জানান, র্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর বলতে পারবেন এটা বোমা নয় নাকি অন্য কিছু।