সিলেটে স্মরনকালের বন্যায় বিপর্যয় বিপন্নমানুষের পাশে আবারো মানবতার হাত
বাড়িয়ে দিলো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
অদ্য সাইফ পাওয়ারটেকের পক্ষ হতে ১০০০ পরিবারের হাতে শুকনা খাবার,ওরস্যালাইন, মোমবাতি , শিশু খাদ্য (পাউডার দুধ) ও অন্যান্য দ্রব্যাদি হস্তান্তর করা হয়।
সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর ফারুখ আহমেদ খান
(অবঃ) এ সামগ্রী তুেল দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পূর্নবাসনকারী সেনা প্রশাসনের
কাছে।
উদ্ধারকাজে নিয়োজিত সেনা প্রশাসন বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাইফ
পাওয়ারটেকের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, কিছুদিন আগে সীতাকুেন্ডর বি এম ডিপোতে অগ্নিদগ্ধ আহতদের পাশে
দাড়িয়ে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড।