সিলেটে নির্বাচনী প্রচারে হঠাৎ অসুস্থ ডা. জাফরুল্লাহ

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিলেটে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দরবাজার এলাকায় ধানের শীষের প্রচারপত্র বিতরণকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা তাকে নগরীর পপুলার হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ডা. জাফরুল্লাহর নিন্ম রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পপুলার হাসপাতালের অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বুধবার ঢাকা চলে গেলেও বাকিরা সিলেটের বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণায় যোগ দেন।

নির্বাচনী প্রচারে বুধবার রাতে সিলেটের জৈন্তাপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও শহরতলীর মোগলাবাজারে জেএসডি সভাপতি আসম রব ও ডা. জাফরুল্লাহ চৌধুরী অংশ নেন।

 

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে রিট শুনানি দুপুরে
পরবর্তী নিবন্ধবুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব: শেখ হাসিনা