সিলেটে আরিফুলকে মেয়র প্রার্থী ঘোষণা বিএনপির

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আসন্ন সিলেট সিটি নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। তাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক ২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন।

এর আগে রোববার রাজশাহী সিটি নির্বাচনে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ও বরিশালে সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ারকে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি

৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

দুপুরে সিলেট মহানগরের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক মির্জা ফখরুলের: প্রার্থী ঘোষণার আগে দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সিলেট মহানগরের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে আরিফুল হক ছাড়াও মনোনয়নপ্রত্যাশী নগরের পাঁচ নেতাও উপস্থিত ছিলেন।

অন্যরা হলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিনিয়র সহসভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী, সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও ছাত্রদল নেতা সালাহ উদ্দিন রিমন।

সূত্র জানায়, বৈঠকে আরিফুল হক চৌধুরী ছাড়া মনোনয়নপ্রত্যাশী বাকি পাঁচ নেতার বক্তব্য শুনেন বিএনপি মহাসচিব।

পরে মহাসচিব সিলেট মহানগর নেতাদের দলের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির প্রার্থী। আর তাকে প্রার্থী করার সিদ্ধান্ত দিয়েছেন দলের হাইকমান্ড। এ সময় মহাসচিব বৈঠকে উপস্থিত সব নেতাদের আরিফুল হককে সহযোগিতা করার অনুরোধ জানান। সেখানে উপস্থিত সিলেটের নেতারা হাইকমান্ডের নির্দেশ মেনে নিয়ে আরিফুলকে সহযোগিতা করবেন বলে মহাসচিবকে আশ্বস্ত করেন।

 

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে প্রবেশ ৩৫ ও অবসর ৬৫ বছর করার সুপারিশ
পরবর্তী নিবন্ধববি হাজ্জাজের রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নিষ্পত্তির নির্দেশ