সিলভার গ্রুপের সিইও হেলাল নুরীর পক্ষ থেকে ৮শত ৫০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরন

আলমগীর নিশান :

সিলভার গ্রুপের সিইও, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব হেলাল মোহাম্মদ নুরীর ব্যক্তিগত পক্ষ থেকে বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন ও গৃহবন্ধি ৮শত ৫০ পরিবারের মাঝে প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

১১ এপ্রিল শনিবার দাঁতমারা, বাগানবাজার এবং নারায়নহাট ইউনিয়নে “দুর্যোগ ভালোবাসা” হিসেবে
বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। এতে প্রতি পরিবারে ৫ কেজী চাউল, ২ কেজী আলু, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজী পেয়াজ এবং ১ কেজী লবন প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরনকালে সিলভার গ্রুপের সিইও, আলহাজ্ব হেলাল মোহাম্মদ নুরী বলেন, এই দুর্যোগ মুহুর্তে প্রাথমিকভাবে ৮শত ৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করতে পেরে আমি আনন্দিত। পরবর্তিতে আরো বৃহৎ পরিসরে ফটিকছড়িতে ত্রান বিতরনের ইচ্ছা আছে। তিনি এ দুর্যোগ মুহুর্তে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবানও জানান।

পূর্ববর্তী নিবন্ধরাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮