সিরিয়া সীমান্তে তুরস্কের ট্যাংক মোতায়েন

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিরিয়া সীমান্তে ট্যাংক বহর পাঠিয়েছে তুরস্ক। সিরিয়া সীমান্তে মোতায়েন তুর্কি সীমান্তরক্ষীদের সঙ্গে এই ট্যাংক বহর যোগ দেবে।

শনিবার তুরস্কের একটি নির্ভরযোগ্য সামরিক সূত্রের বরাত দিয়ে আনাদোলু বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

সিরিয়ার সীমান্তবর্তী আফরিন অঞ্চলে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের পরাস্ত করতে এ ট্যাংক বহর পাঠানো হলো।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান ঘোষণা করেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আফরিন অঞ্চলে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংস করে দেবে তুর্কি সেনারা। সিরিয়া থেকে সন্ত্রাসীরা নির্মূল হওয়ার পথে রয়েছে এবং তার ভাষায় ‘কুর্দি সন্ত্রাসীদেরও’ নির্মূল করা হবে বলে হুশিয়ারি দেন তুর্কি প্রেসিডেন্ট।

এদিকে সিরিয়ার আলেপ্পো প্রদেশের আফরিন এলাকায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠী পিকেকের অবস্থানে হামলা চালিয়েছে তুর্কি নিরাপত্তা বাহিনী। আফরিনের পাশাপাশি বোসোফেন, কিন্দিরেস, দেইর বেলুত এবং রাজো এলাকায় ৩৬ বার কামানের গোলাবর্ষণ করেছে তুর্কি সেনারা। তবে এসব হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধইজতেমায় হেদায়েতি বয়ান চলছে বাংলায়
পরবর্তী নিবন্ধপরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে একঘরে করে ফেলেছে ইরান: আব্বাস