সিরিয়ায় সংঘর্ষে ৪ রুশ সামরিক উপদেষ্টাসহ নিহত ৪৭

পপুলার২৪নিউজ  ডেস্ক:

সিরিয়ার দেইর আয-যৌরে সন্ত্রাসীদের হামলায় চার রুশ সামরিক উপদেষ্টা নিহত হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে, গতরাতে সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর কামান ইউনিটে হামলা চালিয়েছে। এ সময় সেখানে রুশ উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

হামলায় ঘটনাস্থলেই দুই রুশ সামরিক উপদেষ্টা নিহত ও পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুই রুশ সামরিক উপদেষ্টা প্রাণ হারান।

রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীরা গোলাবর্ষণ করার পর সংঘর্ষ শুরু হয় এবং প্রায় এক ঘন্টার সংঘর্ষে ৪৩ সন্ত্রাসী নিহত ও ছয়টি সাজোয়াযান ধ্বংস হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সন্ত্রাসবিরোধী বিমান হামলা শুরু করে। সন্ত্রাসবিরোধী অভিযানে রাশিয়া ব্যাপক সাফল্যও পেয়েছে।

সিরিয়ায় রাশিয়ার দু’টি সামরিক ঘাঁটি রয়েছে। সন্ত্রাসীরা সেখানে বহুবার হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

সিরিয়ায় বিপুল সংখ্যক মার্কিন সেনাও মোতায়েন রয়েছে। তবে দেশটি এসব সেনা মোতায়েনের জন্য সিরিয় সরকারের অনুমতি নেয়নি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আসছেন থাই রাজকুমারী
পরবর্তী নিবন্ধবিশিষ্টজনদের সম্মানে রাষ্ট্রপতির ইফতারে প্রধানমন্ত্রী