‘সিরামের টিকা কবে আসবে বলা সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক:

ভারতের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের টিকা কবে আসবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘এই টিকা পাওযার জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আমরা বিশ্বাস করি- দ্রুত এ টিকা আমরা পেয়ে যাব। কোভিশিল্ডের টিকা আসলে, যারা প্রথম ডোজ নিয়ে অপেক্ষায় আছেন তাদেরকে অগ্রাধিকারভিত্তিতে দেয়া হবে।’

বুধবার (৭ জুলাই) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে, দেশে টিকা নিতে ৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭২ লাখ ৯৩ হাজার ২৫৮ জন। কোভিশিল্ড প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নেন ৪২ লাখ ৯৩ হাজার ১৮১ জন। এখনো প্রথম ডোজের টিকা নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ১৫ লাখের বেশি মানুষ।

পূর্ববর্তী নিবন্ধ৭ম দিনে রাজধানীতে গ্রেফতার ১১০২, জরিমানা সাড়ে ১৮ লাখ
পরবর্তী নিবন্ধপ্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯৪/৮