সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সিরাজগঞ্জে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের বড়গোল্লা পট্টিতে অবস্থিত আভিসিনা হসপিটালে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাজিদ (৫)। সে রায়গঞ্জ পৌরসভার দাশেরপাড়া গ্রামের সুজন মাহমুদের সন্তান।

স্বজনরা জানায়, টিনের সাথে পায়ের গোড়ালির একটা অংশ কেটে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য শিশু সাজিদকে সিরাজগঞ্জের আভিসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক  নুর মোহাম্মদ তার চিকিৎসা শুরু করেন। এক পর্যায়ে তার পায়ে সেলাই দেবার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক। এ সময় অপারেশনের জন্য শিশুটিকে অজ্ঞান করে ডা. শাহজাহাল আলী। এরপর শিশুটির পায়ের ক্ষত মেরামত করা হলেও শিশুটির জ্ঞান ফেরাতে ব্যর্থ হয় চিকিৎসকরা। পরে অবস্থা বেগতিক দেখে কর্তপক্ষ কৌশলে অজ্ঞান হয়ে থাকা সাজিদ ও তার স্বজনদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে তাকে নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা হওয়ার পথেই রাস্তায় মারা যায় শিশুটি।

নিহতের স্বজনদের ধারণা, মাত্রাতিরিক্ত অজ্ঞানের ঔষুধ দেওয়ার ফলেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক নুর মোহাম্মদ ও শাহজাহান আলী উভয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

 

পূর্ববর্তী নিবন্ধকাভানিকে ‘লিস্ট থেকে’ ছেঁটে ফেললেন নেইমার
পরবর্তী নিবন্ধভারতের গণমাধ্যমেও কুসুম সিকদারের বিরুদ্ধে মামলার খবর