সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামি নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে সাত মামলার এক আসামি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত জাহাঙ্গীর হোসেন মাদক ব্যবসায়ী। তার নামে সদর থানায় সাতটি মাদক মামলা রয়েছে। জাহাঙ্গীর সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি পূর্বপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এসআইসহ তিন সদস্য।

শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সদর উপজেলার মাহমুদপুর খেলার মাঠের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবাসহ ২৫ পিস ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ফুটবল খেলার মাঠের কাছে মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয়পক্ষের গুলিবিনিময়ে একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হঁটে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীরের নামে সদর থানায় সাতটি মাদক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে এসআই জয়দেবসহ তিন পুলিশ আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এ নিয়ে তিনজন নিহত হল।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে জয়ী হতে গিয়ে যেন দলের বদনাম না হয়: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইসরাইলি গুলিতে রক্তে ভেসে যায় প্রেস লেখা নীল জ্যাকেট