পপুলার২৪নিউজ প্রতিবেদক:
১৯ বছর আগে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায়কে ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও এর আশাপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ২০১৯ সালের ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম। তার আদালতেই সোমবার (২০ জানুয়ারি) মামলার রায় ঘোষণা করা হবে।
রায়কে ঘিরে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আদালত ও এর আশপাশের এলাকা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আসামিদের কারাগার থেকে আদালতে নেওয়ার পথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সজাগ রয়েছেন পুলিশ সদস্যরা।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মুইনুল ইসলাম জানান, সিপিবির রায়কে ঘিরে এ দায়রা জজ আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য প্রস্তুত রয়েছেন তারা।
২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সমাবেশ করছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ওই সমাবেশেই হামলে পড়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্যরা। বোমা বিস্ফোরণে এক নারকীয় পরিস্থিতি তৈরি হয় পল্টন ময়দানে। ঘটনাস্থলেই প্রাণ হারান চার জন, পরে হাসপাতালে মারা যান আরও একজন। বোমার স্প্লিন্টারে আহত হন ২০ জন। ওই হামলার ঘটনায় দায়ের করা মামলা দায়েরের পর দেড় যুগেরও বেশি সময় চলে গেছে। অবশেষ হামলার ১৯ বছর পর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ঠিক যে দিনটিতে হুজি জঙ্গিরা হামলা চালিয়েছিল সিপিবি’র সমাবেশে, ১৯ বছর পরের ঠিক একই দিনে মামলাটির রায় ঘোষণা করবেন বিচারিক আদালত।