সিপিবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দাবি কাদেরের

পপুলার২৪নিউজ ডেস্ক:

 বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর পল্টনে মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদ মোহাম্মদ শাহ আলমের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ এবং সিপিবির সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে সিপিবির নেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য তিনি দলটির কার্যালয়ে যান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কাযালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনীতির কোনো অংক নেই। রাজনীতিতে সৌজন্যতা বলে একটা কথা আছে।

তিনি বলেন, ‘জাস্ট এটা সৌজন্য সাক্ষাত। আমি বাসদের খালেকুজ্জামানের সাথেও ফোনে কথা বলেছি। আমি ফোনে কাদের সিদ্দিকী সাহেবের সাথেও কথা বলেছি। উনি গতকাল আমাকে কল করেছিলেন কিন্তু খেয়াল করতে পারিনি। আজকে তাকে কল করেছি, কথা বলেছি। এটা একটা সৌজন্যবোধের ব্যাপার। একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাজনীতিতে থাকা উচিত।’

এ সময় এর আগে বিএনপির মির্জা ফখরুল সাহেবের মায়ের মৃত্যুতে বিবৃতি ও ফোন করে কথা বলার বিষয়টি তুলে কাদের বলেন,‘ রাজনীতিতে সৌজন্যবোধটা দরকার আছে। কর্নেল অলিও আমাকে ফোন করেছেন। আ স ম আব্দুর রবও আমাকে ফোন করেছেন। মেজর মান্নানও করেছেন। এভাবে ফোনালাপটা থাকলে অনেক কিছুই সমাধান হয়ে যায়।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ রাজনীতির অংক নিয়ে আলাপ করতে যাইনি। যদি কোনো আলাপ করতে যাই তাহলে আমার পার্টির সভাপতির সাথে কথা বলে যাবো এবং ওয়ার্কিং কমিটির সাথে কথা বলে যাবো। রাজনীতির কোনো বিষয়ে আলোচনা করলে, কোনো ইকুয়েশন বা আন্ডারস্ট্যান্ডিং’র ব্যাপার, অ্যালায়েন্সের ব্যাপারে আলাপ হলে, এটা দলীয় সিদ্ধান্ত ছাড়া আমি আলাপ করতে পারি না।’

এ বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হঠাৎ করে সিপিবি অফিসে এসেছিলেন। সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ব্যক্তিগত আলাপচারিতা আর চা খেয়েছেন বলে দাবি করেছেন সিপিবি সাধারণ সম্পাদক।

পূর্ববর্তী নিবন্ধবাড়িভাড়া ও বিমানের টিকিট সংগ্রহে ৫২৮ এজেন্সিকে চূড়ান্ত তাগাদা
পরবর্তী নিবন্ধপুলিশের জন্য ৯ আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ