পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চলতি আসরে ব্যাট-বলে দুর্দান্ত খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জ্যামাইকা তালওয়াশের এখন নয়নের মণি বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’। এমন সম্পদকে ছাড়তে চায় কোনো দল? কিন্তু জাতীয় দলের হয়ে খেলা থাকায় সাকিবকে দেশে ফিরতেই হচ্ছে। তাই সাকিবের বদলি ঠিক করে ফেলল জ্যামাইকা।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, সাকিব আল হাসানের বদলি হিসেবে খেলবেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। আগে থেকেই দলভুক্ত হওয়া ফিলিপস অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি সুপার স্ম্যাশে ১৪৩ স্ট্রাইক রেটে মোট ৩৬৯ রান করার পর অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে ফিলিপসের। তবে সিপিএলে এ পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।
সাকিবের মত ক্রিকেটারের বদলি বের করা ততটা সহজ নয়। তাই বেশ বেকায়দায় পড়েই এই সিদ্ধান্ত জ্যামাইকা তালওয়াশের।
এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসছে স্টিভেন স্মিথের দল। ২৭ আগস্ট থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ঈদের পর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় তথা শেষ টেস্ট। এই সিরিজ উপলক্ষে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে জাতীয় দল।