সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়িয়ে বিক্রির সুযোগ নেই

জেলা প্রতিনিধি

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিতে হবে। তিনদিনের মধ্যে টিকিট ইস্যু না করলে এটা অটো বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দিবেন এটা আর হবে না। এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে। সিন্ডিকেটে গ্রুপ টিকিট বুক করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ আর নেই।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, কক্সবাজারে প্রাচীনকাল থেকে সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য ও ভুল বুঝাবুঝি নেই। তাই এই মডেল মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে।

উপদেষ্টা বলেন, কোন বৈদেশিক অনুদান ছাড়াই সরকার সারাদেশে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে। এরই মধ্যে ৩৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। আরও ২১৪টি নির্মাণ করা হবে। অতীতে কিছু মসজিদে সাইট সিলেকশনে ভুল ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে যে মসজিদগুলো নির্মাণ করা হবে তা যথাযথভাবে সাইট সিলেকশন, ফিজিবিলিটি স্টাডি, গণপূর্ত অধিদপ্তরের ডিজিটাল সার্ভেসহ যেখানে মসজিদের প্রয়োজন সেখানে করা হবে।

এর আগে দুপুর ১২টায় কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নাম ফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা। পরে তিনি মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

কয়েক দফা পেছানোর পর শুক্রবার উদ্বোধন হয়েছে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের। এর আগে ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মসজিদটি উদ্বোধনে দুই দফা সময় দিলেও নানা কারণে উদ্বোধন করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস
পরবর্তী নিবন্ধনির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে : ফখরুল