সিনিয়র সচিব হলেন দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

সিনিয়র সচিব হলেন প্রশাসনের আরও দুজন কর্মকর্তা। তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

তারা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

দুজনকে সিনিয়র সচিব করে শনিবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১২ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি তৎকালীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

পূর্ববর্তী নিবন্ধসাফজয়ী নারী ফুটবলদলকে সংবর্ধনা দিলো সোনালী ব্যাংক
পরবর্তী নিবন্ধআতশবাজির ঝলকানি আর উল্লাসে মাতোয়ারা বিশ্ব